সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এ দিন বেলা ১২ টা পর্যন্ত বেড়েছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা ১২টায় প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৫২ পয়েন্টে অবস্থান করছে, ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান করছে। এ সময় টাকার অংকের লেনদেন হয়েছে ১২১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।ডিএসইতে এ সময় লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৮২টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭টি প্রতিষ্ঠানের।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭ কোটি টাকা।এসআই/আরএস/এমএস
Advertisement