গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে প্রাদুর্ভাব হওয়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত সারাবিশ্ব। যতই দিন যাচ্ছে এর বিস্তারও পাল্লা দিয়ে বেড়েই যাচ্ছে। এর মধ্যেই করোনা সংক্রমণ তিন কোটি ছাড়িয়ে গেছে।
Advertisement
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ হাজার ২৯৯। এর মধ্যে করোনায় প্রাণ হারিয়েছে ৯ লাখ ৪৫ হাজার ১৬৪ জন।
ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ কোটি ১৮ লাখ ৮ হাজার ৪০৯ জন। অর্থাৎ করোনায় আক্রান্তদের মধ্যে অধিকাংশই এখন সুস্থ।
দুই শতাধিক দেশে এই ভাইরাস তাণ্ডব চালাচ্ছে। চীনে প্রাদুর্ভাব হলেও এই ভাইরাসের সংক্রমণ এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু নিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ।
Advertisement
যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের সবগুলোতেই ছড়িয়ে পড়েছে করোনা। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ২৮ হাজার ৩০১। এর মধ্যে মারা গেছে ২ লাখ ১ হাজার ৩৪৮ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৪১ লাখ ১৯ হাজার ১৫৮ জন।
সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। বৃহস্পতিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৮৯৪। ফলে এর মধ্যেই আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়ে গেছে।
দেশটিতে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ১৮ হাজার ২৫৩। সেখানে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখের বেশি। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ১ হাজার ১৩২ জন। ফলে ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮৩ হাজার ১৯৮ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪০ লাখ ২৫ হাজার ৭৯ জন।
এদিকে, ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ২১ হাজার ৬৮৬। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৩৪ হাজার ১৭৪ জনের। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৩৭ লাখ ২০ হাজার ৩১২ জন।
Advertisement
রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭৯ হাজার ৫১৯। দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে ১৮ হাজার ৯১৭ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৮ লাখ ৯০ হাজার ১১৪ জন।
সংক্রমণে ৫ম অবস্থানে থাকা পেরুতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৪৪ হাজার ৪শ। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩১ হাজার ৫১ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৫ লাখ ৮৭ হাজার ৭১৭ জন।
এছাড়া কলম্বিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, স্পেন, আর্জেন্টিনা, চিলি, ইরান, ফ্রান্স, যুক্তরাজ্য, বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, ইরাক, তুরস্ক এবং ইতালিতেও সংক্রমণ বাড়ছে।
টিটিএন