জাতীয়

প্রখ্যাত নিউরোলজিস্ট কাজী দীন মোহাম্মদ করোনায় আক্রান্ত

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (এনআইএনএস) হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে তিনি জানান, উপমহাদেশের প্রখ্যাত নিউরোলজিস্ট গত কয়েকদিন যাবত ঠান্ডা জ্বর ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। আজ আরটি পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।

এমইউ/এএইচ/পিআর

Advertisement