চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলা সাহিত্যের ইতিহাস’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন। ১. প্রশ্ন : রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার অন্যতম কবি কে? উত্তর : শাহ মুহাম্মদ সগীর। ২. প্রশ্ন : রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার অন্যতম গ্রন্থ কোনটি? উত্তর : ইউসুফ-জোলেখা। ৩. প্রশ্ন : মঙ্গলকাব্য ধারার অন্যতম কবি কে?উত্তর : মুকুন্দরাম চক্রবর্তী। ৪. প্রশ্ন : বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক কে?উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর। ৫. প্রশ্ন : ‘কথোপকথন’ এর রচয়িতা কে?উত্তর : উইলিয়াম কেরি। ৬. প্রশ্ন : ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? উত্তর : নীল দর্পণ। ৭. প্রশ্ন : কোরআন শরীফ প্রথম বাংলায় অনুবাদ করেন কে? উত্তর : ভাই গিরিশচন্দ্র সেন। ৮. প্রশ্ন : বাংলা সনেটের জনক কে?উত্তর : মাইকেল মধুসূদন দত্ত। ৯. প্রশ্ন : ‘গাজীকালু-চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য? উত্তর : পুঁথি সাহিত্য। ১০. প্রশ্ন : বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষক কে? উত্তর : ড. আশরাফ সিদ্দিকী। ১১. প্রশ্ন : রূপকথা কে সংগ্রহ করেছিলেন?উত্তর : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ১২. প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগ? উত্তর : তিনটি।১৩. বাংলা সাহিত্যের যুগ তিনটি উল্লেখ কর।উত্তর : প্রাচীন যুগ, মধ্য যুগ ও আধুনিক যুগ।১৪. প্রশ্ন : ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃত? উত্তর : ৬৫০-১২০০ সাল পর্যন্ত। ১৫. প্রশ্ন : মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃত?উত্তর : ১২০১-১৮০০ সাল পর্যন্ত। ১৬. প্রশ্ন : আধুনিক যুগের সময়সীমা কত?উত্তর : ১৮০১-বর্তমান সময় পর্যন্ত।১৭. প্রশ্ন : অন্ধকার যুগের সময়সীমা উল্লেখ কর।উত্তর : ১২০১-১৩৫০ সাল পর্যন্ত।১৮. গাজী মিঞা কার ছদ্মনাম?উত্তর : মীর মশাররফ হোসেন।১৯. প্রশ্ন : আধুনিক যুগে গল্পের নবতর সংস্করণ কী?উত্তর : অনুগল্প।২০. প্রশ্ন : আধুনিক যুগে কবিতার নবতর সংস্করণ কী?উত্তর : অনুকাব্য।এসইউ/এমএস
Advertisement