খেলাধুলা

ফের করোনা ‘পজিটিভ’ সাইফের শারীরিক অবস্থা জানালেন বিসিবি চিকিৎসক

একবার করোনা টেস্ট হয়ে গেছে সবার। টপ অর্ডার সাইফ হাসান আর ট্রেনার নিক লি ছাড়া সবাই সে পরীক্ষায় উৎড়েও গেছেন। করোনা পরীক্ষায় উত্তীর্ণরা সবাই এখন হোম অব ক্রিকেটে নিয়মিত অনুশীলন করছেন।

Advertisement

ওদিকে নিক লিও সপ্তাহখানেক পরই সুস্থ হয়ে গেছেন। জাতীয় দলের এই ইংলিশ ট্রেনার শেরে বাংলায় তামিম, মুশফিক, তাইজুল, তাসকিনদের ফিটনেস ট্রেনিংয়ের পুরো তদারকি করছেন।

কিন্তু খানিক দুর্ভাগা সাইফ হাসান। সপ্তাহখানেক পরে টেস্টেও পজিটিভ এসেছে এ টপ অর্ডার ব্যাটসম্যানের। তবে এমন খবরে অস্বস্তি বাড়লেও বড় কোনো সমস্যা দেখছেন না বিসিবির প্রধান চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী।

তার কথা, ‘আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছে সাইফ। কোনোরকম শারীরিক সমস্যা নেই তার। সে বলা চলে সুস্থই আছে। শুধু দ্বিতীয়বার পজিটিভ আসায় আমরা তাকে আইসোলেশনে রেখেছি।’

Advertisement

দেবাশীষ চৌধুরী জানান, সাধারণত দুই সপ্তাহের আগে করোনা সংক্রমণ কমে না। মানে পজিটিভ থেকে নেগেটিভ হয় না। তা জেনে বুঝেও সাইফকে সপ্তাহখানেক পর দ্বিতীয় দফা টেস্ট করানো হয়েছিল।

কারণটাও বোধগম্য। রিপোর্ট নেগেটিভ আসা মানেই সুস্থতার সার্টিফিকেট নিয়ে আবার অনুশীলনে ফেরার সুযোগ। দেবাশীষ চৌধুরী জানান, ‘এমন চিন্তা থেকেই আমরা সপ্তাহখানেক পরে তাকে দ্বিতীয়বার টেস্ট করিয়েছিলাম। কিন্তু পজিটিভ আসায় আর তার পক্ষে অনুশীলনে যোগ দেয়া সম্ভব হয়নি। তবে তার অন্য কোনো শারীরিক সমস্যা নেই। সাইফ ভালো আছে। আশা করি ১৫ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে।’

এআরবি/এমএমআর/জেআইএম

Advertisement