আন্তর্জাতিক

ভারতে আক্রান্ত অর্ধকোটি ছাড়াল

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। এর মধ্যেই দেশটিতে আক্রান্তের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ভারতেই। খবর বিবিসি, এনডিটিভি।

Advertisement

গত কয়েকদিনে অন্যান্য দেশের তুলনায় ভারতে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার পর্যন্ত গত পাঁচদিনে একটানা আক্রান্তের সংখ্যা ছিল গড়ে ৯০ হাজারের বেশি।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮০ হাজারের বেশি মানুষ। সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে ইন্টেন্সিভ কেয়ার বেড এবং অক্সিজেন সংকট দেখা দিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ১২৩। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ২০ হাজার ৩৬০। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে দৈনিক মৃত্যুর রেকর্ড করেছে ভারত।

Advertisement

একদিনেই মারা গেছে আরও ১ হাজার ২৯০ জন। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮২ হাজার ৬৬ জন। দেশটিতে করোনায় মৃত্যুহার ১ দশমিক ৬৩ শতাংশ।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছে ৮২ হাজার ৯৬১ জন। এখন পর্যন্ত ভারতে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছে ৩৯ লাখ ৪২ হাজার ৩৬০ জন। দেশটিতে সুস্থতার হার ৭৬ দশমিক ৫৩ শতাংশ।

ভারতে বর্তমানে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৯ লাখ ৯৫ হাজার ৯৩৩। দেশটিতে সংক্রমণে শীর্ষে রয়েছে মহারাষ্ট্রে। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৭ হাজার ৮৫৬। মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩০ হাজার ৪০৯ জন। তবে এর মধ্যেই ওই রাজ্যে সুস্থ হয়ে উঠেছে ৭ লাখ ৭৫ হাজার ২৭৩ জন।

আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৩ হাজার ৯২৫ জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৪১ জনের। তৃতীয় অবস্থানে থাকা তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ২০৮ জন। মৃত্যু হয়েছে ৮ হাজার ৫০২ জনের।

Advertisement

এদিকে, কর্নাটকে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ২৬৫ জন। সেখানে এখন পর্যন্ত মারা গেছে ৭ হাজার ৪৮১ জন। ৫ম স্থানে থাকা উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৩৬। সেখানে মারা গেছে ৪ হাজার ৬০৪ জন।

এদিকে, রাজধানী দিল্লিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৭৯৬ জন। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ হাজার ৮০৬ জন।

মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, উত্তরপ্রদেশ ও দিল্লিতেই মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখ পেরিয়ে গেছে। ওই ৬ রাজ্যে এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৮৪৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশের মোট মৃত্যুর ৭৪ দশমিক ১৪ শতাংশ।

টিটিএন