ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের একটি নিরাপত্তা চৌকিতে সোমবার ইসরায়েলি বাহিনীর গুলিতে সোমবার এক ফিলিস্তিনি নিহত হয়েছে। জেনিন শহরের কাছের জালামেহ নিরাপত্তা চৌকিতে এ ঘটনা ঘটে।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।ইসরায়েলি বাহিনী অভিযোগ করে, ওই ফিলিস্তিনি তাদের একজন সেনাসদস্যকে ছুরি মারার চেষ্টা করেন। এ সময় তাকে গুলি করা হয়। গুলিতে ওই ফিলিস্তিনি নিহত হন। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরেক ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।হেবরন শহরের কাছেই ছুরিকাঘাতের অভিযোগে ইসরায়েলি বাহিনীর হাতে এক ফিলিস্তিনি নিহত হওয়ার এক দিন পরই সোমবার এ ঘটনা ঘটল। চলতি সপ্তাহেই এক দিনে আট মাসের এক শিশুসহ তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে গত ১ অক্টোবর থেকে ওই এলাকায় সহিংসতার সূত্রপাত হয়।জেডএইচ/এমএস
Advertisement