খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার এই বরখাস্তের পরই পরবর্তী নগর পিতা কে হবেন তা নিয়েই নগরীতে চলছে সরব আলোচনা। তবে বিএনপির কোনো কাউন্সিলরকে দায়িত্ব দেয়া হবে না এমনটা প্রায় নিশ্চিত হয়ে গেছেন খুলনাবাসী।মনিরুজ্জামান মনির বিরুদ্ধে আদালতে দুটি মামলার অভিযোগপত্র গৃহীত হওয়ায় গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাকে বরখাস্ত করা হয়। ফলে কার্যত শুন্য হয়ে পড়েছে বর্তমান মেয়র পদ। কিন্তু আপাতত কে হচ্ছেন কেসিসির অস্থায়ী মেয়র? মেয়র অপসারণের সংবাদ ছড়িয়ে পড়ার পর গত সোমবার গভীর রাত অবধি এ আলোচনায় নগর ছিলো সরব।অন্যান্য সিটি কর্পোরেশনগুলোর ক্ষেত্রে সিটি কর্পোরেশন আইন প্রযোজ্য না হওয়ায় প্যানেল মেয়রের তালিকা থেকে কাউকে এই পদে দেয়া হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে তিন প্যানেল মেয়রের মধ্যে।এদিকে, মনিকে বরখাস্ত করার প্রতিবাদে মঙ্গলবার দুুপুরে সংবাদ সম্মেলন আহ্বান করেছে খুলনা মহানগর বিএনপি।জানা গেছে, সিটি কর্পোরেশন গেজেট অনুযায়ী কোনো কারণে কর্পোরেশনের মেয়র বরখাস্ত, মারা বা কোনো কারনে ক্ষমতাচ্যুত হলে ওই স্থলে দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র-১। সে অনুযায়ী কেসিসির প্যানেল-১ মো. আনিছুর রহমান বিশ্বাসের দায়িত্ব পাওয়ার কথা। প্যানেল মেয়র-১ দায়িত্ব না পেলে দায়িত্ব পাবেন প্যানেল মেয়র-২ শেখ হাফিজুর রহমান হাফিজ। প্যানেল মেয়র-২ দায়িত্ব না পেলে সে ক্ষেত্রে পাবেন প্যানেল মেয়র-৩ রুমা খাতুন। কিন্তু তিনজন প্যানেল মেয়রের মধ্যে ১ ও ২ বিএনপি সমর্থিত হওয়ায় জোরেশোরে আলোচনায় উঠে এসেছে সরকার দলীয় ২৫নং ওয়ার্ড কাউন্সিল মো. আলী আকবর টিপু ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মো. শামসুজ্জামান মিয়া স্বপনের নাম। এছাড়া আলোচনা থেকে বাদ পড়ছে না ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আমিনুল ইসলাম মুন্না ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনার নামও। তবে সূত্র জানিয়েছে, দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে সবকিছুই নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্তের উপর। ২৫নং ওয়ার্ড কাউন্সিল মো. আলী আকবর টিপু জাগো নিউজকে জানান, মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে মেয়রকে সাময়িক বরখাস্ত করেছে। এখন মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে কে অস্থায়ী মেয়র হবেন? তবে মন্ত্রণালয় তাকে দায়িত্ব দিলে তিনি ওই দায়িত্ব পালন করতে রাজি আছেন। আর দায়িত্ব পেলেই তিনি নগরবাসীর কল্যাণে কাজ করে যেতে চান। ২১নং ওয়ার্ড কাউন্সিলর মো. শামসুজ্জামান মিয়া স্বপন জাগো নিউজকে জানান, গেজেট অনুযায়ী মেয়র বরখাস্ত বা মারা গেলে বা অন্য কোনো কারণে ক্ষমতাচ্যুত হলে প্যানেল মেয়র-১ এর দায়িত্ব পালন পাবার কথা। কিন্তু প্যানেল মেয়র-১ বিএনপি সমর্থিত হওয়ায় সেক্ষেত্রে বর্তমান সরকার তাকে না দিয়ে দলীয় কাউকে দায়িত্ব দিতে পারে। তবে তাকে দায়িত্ব দিলে তিনি তা পালনে সম্মত রয়েছেন। কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃঞ্চ ঘোষ জাগো নিউজকে বলেন, তিন দিন সময় রয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ে যোগাযোগ করলে জানা যাবে কে হচ্ছেন অস্থায়ী মেয়র।আলমগীর হান্নান/এমজেড/এমএস
Advertisement