জাতীয়

২৪ ঘণ্টায় করোনায় মৃতদের ৭৪ শতাংশই ষাটোর্ধ্ব

করোনাভাইরাসে (কোভিড-১৯) রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী সাতজন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার ৮০২ জনে। বয়সভিত্তিক পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক ৭৪ শতাংশ ষাটোর্ধ্ব প্রবীণের মৃত্যু হয়।

Advertisement

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন ও ষাটোর্ধ্ব ৩২ জন রয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। আজ মঙ্গলবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৮০২ জন। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ৭৪৪ জন (৭৭ দশমিক ৯৭ শতাংশ) এবং নারী এক হাজার ৫৮ জন (২২ দশমিক ০৩ শতাংশ)।

Advertisement

বয়সভিত্তিক পরিসংখ্যান অনুসারে অনূর্ধ্ব ১০ বছর বয়সী ২১ জন (শূন্য দশমিক ৪৪ শতাংশ), দশোর্ধ্ব ৪১ জন (শূন্য দশমিক ৮৫ শতাংশ), বিশোর্ধ্ব ১০৯ জন (২ দশমিক ২৭ শতাংশ), ত্রিশোর্ধ্ব ২৮৫ জন (৫ দশমিক ৯৪ শতাংশ), চল্লিশোর্ধ্ব ৬২৩ জন (১২ দশমিক ৯৭ শতাংশ), পঞ্চাশোর্ধ্ব এক হাজার ৩০৬ জন(২৭ দশমিক ২০ শতাংশ) এবং ষাটোর্ধ্ব বয়সী দুই হাজার ৪১৭ জন(৫০ দশমিক ৩৩ শতাংশ)।

এমইউ/এসআর/এমকেএইচ