ফিচার

বাণী-বচন : ০৩ নভেম্বর ২০১৫

অলসকর্মঠ লোক রাজা হবে কিন্তু অলস চিরদিনই প্রজা থাকবে। – হযরত সোলায়মান (আ.)অলসতার প্রতি আত্মসমর্পণ করা অর্থ নিজের অধিকার হতে স্বেচ্ছায় বঞ্চিত হওয়া। – হযরত আলী (রা.)অলসতা হল ভিক্ষাবৃত্তির চাবি ও অনিষ্টের মূলস্বরূপ। – স্পুরজিওনএজন অলস মানুষ স্বভাবতই একজন খারাপ মানুষ। – এস.টি. কোলরিজযে ছোট  কাজে আটকে আছে এবং বৃহত্তর মহত্তর কাজে যাকে ব্যবহার করা যেত তিনি অলস। – সক্রেটিসবচনষোল চাষে মুলা, তার অর্ধেক তুলা;তার অর্ধেক ধান, বিনা চাষে পান।অর্থ : ১৬ দিন চাষ করার পর সেই জমিতে মূলা চাষ করলে ভাল জাতের ফলন পাওয়া যায় । তুলা লাগানোর জমিতে ৮ দিন চাষ করতে হবে , ধানের জমিতে ৪ দিন চাষ করে ধান লাগালে ভাল ফলন পাওয়া যায়। পানের জমিতে চাষের প্রয়োজন হয় না-এ কথা বোঝাতে বলা হয়। এইচআর/এমএস

Advertisement