সাহিত্য

এবার আসি তবে, বিদায়

আমিও হারিয়ে যাবো,নিভে যাবো মোমের মতধপ ধপা ধপ করে;নীরবে নিঃশব্দে চুপিসারে!ফিরবো না আর নীড়ে!

Advertisement

বাতাসও জানবে না,যেমনি করে পাতারা ঝরে পড়ে;ব্যথিত মর্মর চাপাস্বরে,নয়নের জল আড়াল করে!

অমাবস্যার শেষরাতেতরারাও মেঘে ঢেকে রবে;সেই মোক্ষম কুক্ষণেসব নিমিষেই স্মৃতি হবে!

যাবো সবকিছু ছেড়ে-ছুড়েশিউলির মত রাতের আঁধারে!বৃষ্টির ফোটার মত টিস করেসবার সম্মুখে বড় অনাদরে!

Advertisement

আমার এই ঝরে পড়া দেখেকারো কারো মন যাবে ভরে।প্রেয়সীর নূপুর পরা পায়েরছন্দ খুঁজবে টিনের চালের ’পরে!

চলে যাবো ধীর পদক্ষেপেকুয়াশার মাঝে শাল মুড়ি দিয়ে;সবার নজর এড়িয়ে যোগীর বেশেতেপান্তরের পথ পাড়ি দিয়ে!

বকুলের মত নিঃশব্দে ঝরেওঅপলক চেয়ে থাকবো!সাধের পৃথিবীটাকে শেষবারের মতদু’চোখের মণিতে আটকাবো!

চলে যাবো অসীমের ওপারে,দেশের মাটির মায়া ছেড়ে,শিশিরের মত অভিমান করেকেউ ফেরাতে পারবে না মোরেঅপাঙ্গে সহস্র অশ্রুকণা ধরে!

Advertisement

বাবার শত আদর সোহাগমায়ের স্নেহ শাসন বুকে ধরে;প্রিয়তমার কাজল ধোয়া জল,ধন্যি মেয়ের মন ভোলানো হাসি,কেউ পারবে না ফেরাতে মোরে!

চলে যাবো সবই বিফল করেসেই নির্মম অগস্ত্যযাত্রায়!মুখে ঠোঁটে বুকে বলবো না কভু;এবার আসি তবে, বিদায়।

এসইউ/এএ/জেআইএম