প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রথম সহ-সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে ২৬ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল আজ (মঙ্গলবার) নেদারল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন।সোমবার এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবউদ্দীন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরকালে ব্যবসায়ী প্রতিনিধিদল বিভিন্ন অনুষ্ঠানে যোগদান ছাড়াও ৫ নভেম্বর ডাচ ব্যবসায়ী প্রতিনিধি আয়োজিত বিজনেস সেমিনারে অংশগ্রহন করবেন।সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মো. সফিউল ইসলাম বক্তব্য রাখবেন।ব্যবসায়ী প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য টিপু মুন্সী, ডিবিসিসিআইয়ের সভাপতি মো. হোসাইন খালেদ, বিজিএমইএ-এর সভাপতি মো. সিদ্দীকুর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক মো. আমিনুল হক (শামীম), দীলিপ কুমার আগারওয়ালা, মোহাম্মদ নিজাম উদ্দীন, মো. মুনতাকিম আশরাফ, মো. হাবিব উল্যাহ ডন, মাসুদ পারভেজ খান (ইমরান), মো. আনোয়ার সাদাত সরকার, তাবারাকুল তোছাদ্দেক হোসেন খান টিটু, রেজাউল করিম খান রেজনু, আলহাজ্ব মো. মাসুদ , সাবেক সংসদ সদস্য রেজা আলি, এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবউদ্দীন মোহাম্মদ, বাংলাদেশ ইফিচিয়েন্ট লাইটিন ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন সভাপতি কাজি মাহাবুুবুর রহমান, পিরোজপুর চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুশিউর রহমান মহারাজ, এস্ট্রাটি লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান, বোর্ড অব ট্রাস্টি বিজিএমইএ ফ্যাশন ইনস্টিটিউটের চেয়ারম্যান মোজাফর ইউ সিদ্দিক, ডিসিসিআইয়ের মেম্বর শাহরিয়ার সাহা প্রমুখ।নেদারল্যান্ড সফরে বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা, দুই দেশের মধ্যে মানবসম্পদ উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা, তৈরি পোশাক শিল্প এবং শিক্ষা ও কৃষি ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।এসআই/বিএ
Advertisement