জাতীয়

এবার করোনা আক্রান্ত রাশিয়ান নাগরিকের মৃত্যু

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম ব্লাগো রোদভ গিউরগি (৫৬)। তিনি রাশিয়ার নাগরিক বলে গুলশান থানা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Advertisement

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য সোমবার (১৪ সেপ্টেম্বর) তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। সে পাবনার জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক কেন্দ্রে চাকরি করতেন।

তিনি আরও জানান, গত ৭ সেপ্টেম্বর থেকে তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। তার করোনা পজিটিভ ছিল। চিকিৎসাধীন অবস্থায় ব্লাগো রোদভ রোববার (১৩ সেপ্টেম্বর) মারা যান। পরে সংবাদ পেয়ে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তার বাবার নাম রেমোবিচ জিওরগি।

এদিকে, রাজধানী ধানমন্ডির ল্যাবএইড হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে মিখাইল স্টেলমাখ (২৯) নামের এক করোনা আক্রান্ত রোগী আত্মহত্যা করেছেন। তিনি বেলারুশের নাগরিক। তিনি পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করতেন।

Advertisement

এদিকে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৭৫৯ জনে। নতুন করে আরও এক হাজার ৮১২ জনের শরীরে  করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩৯ হাজার ৩৩২ জনে।

এফআর/এমএস