বান্দরবানে গাইডসহ দুই পর্যটক অপহরণের ঘটনায় গ্রেফতাকৃত পাঁচজনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার পুলিশ বিচারিক হাকিম আদালতে আসামিদের পাঁচদিন করে রিমান্ড চাইলে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।গ্রেফতার পাঁচজন হলেন, কার্বারি প্রাচিং ম্রো, বড়তলীর ইউনিয়ন পরিষদ সদস্য অনুচন্দ্র ত্রিপুরা, রুমা বাজারের ব্যবসায়ী জয়পাল বড়ুয়া, স্থানীয় বাসিন্দা মেনচং ম্রো এবং লারাম বম।পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর পর্যটক অপহরণের ঘটনায় পাঁচজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চাঁদাবাজির মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। সোমবার দুপুরে আবারও তাদের বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানালে আদালত একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুর ইসলাম জানান, প্রত্যকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বান্দরবানের রুমার সীমান্তবর্তী সেপ্রুপাড়া থেকে অস্ত্রের মুখে পর্যটক জাকির হোসেন মুন্না (৩০), আব্দুল্লাহ আল জোবায়ের (৩২) এবং স্থানীয় গাইড মাংসাই ম্রোকে (২৮) অপহরণ করা হয়। মাস পেরিয়ে গেলেও তাদের উদ্ধার করতে পারিনি যৌথবাহিনীর সদস্যরা।সৈকত দাশ/ এমএএস/পিআর
Advertisement