বিয়ে করার ব্যতিক্রমী প্রস্তাবমায়া ও ছায়া দুই বোন। বাবুল ভালোবাসে মায়াকে। কিন্তু কথাটি মুখ ফুটে বলতে সাহস পাচ্ছে না। একদিন খুব সাহস করে মায়ার হাত ধরে বলল-বাবুল: মায়া, তুমি ছায়ার কাছ থেকে আমার একটা কথার জবাব এনে দেবে?মায়া: কী কথা?বাবুল: এ মাসে ও আমার শালী হতে রাজি আছে কি-না?
Advertisement
****
৩০ বছরে ৩৫ বছরের অভিজ্ঞতাএক লোক চাকরির ইন্টারভিউ দিতে গেলেন-প্রশ্নকর্তা: আপনার বয়স কত?প্রার্থী: ৩০ বছর।প্রশ্নকর্তা: আগে কোনো চাকরি করেছেন?প্রার্থী: করেছি।প্রশ্নকর্তা: কত বছর?প্রার্থী: ৩৫ বছর।প্রশ্নকর্তা: কিভাবে সম্ভব? আপনার বয়স তো ৩০ বছর।প্রার্থী: বোঝেন নাই, ওভার টাইম করেছি।
****
Advertisement
অহংকারের জবাব যেমন হয়গোপালের দোতলা বাড়ি তৈরি হলে সে তার প্রতিবেশী এক ভাইপোকে ছাদের উপর দাঁড়িয়ে ডাকতে লাগল, ‘রাখাল, ও রাখাল, কী করছিস ওখানে?’ রাখাল বুঝলো কাকা দোতলা বাড়ি দেখাচ্ছে। তাই সে কোনো কথা বলল না।
এর বহুদিন পর রাখালও নিজের চেষ্টায় ছোটখাট একটি দোতলা বাড়ি তৈরি করে ফেলল। তারপর গোপালের মতো ছাদে উঠে ডাকতে লাগল, ‘কাকা, ও কাকা, সে বছর আমায় ডেকেছিলে কেন?’
এসইউ/এএ/জেআইএম
Advertisement