দেশের একশ তরুণ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনলাইন আউটসোর্সিং অ্যাওয়ার্ড-২০১৫ প্রদান করা হয়েছে।সোমবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) । বিজয়ী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি শামীম আহসান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, দেশে প্রযুক্তির উন্নয়ন দেখে আমরা অভিভূত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বাস্তবায়ন এখন আর স্বপ্ন নয়। প্রযুক্তির উন্নয়নের বিশাল সম্ভাবনা উঁকি মারছে বাংলাদেশে। আমরা এগিয়ে যাচ্ছি। আগামী প্রজন্ম বেড়ে উঠবে সাইবার জগতে। প্রতিমন্ত্রী বলেন, এদেশের মানুষ যখন ভুগোলের সাথে ডিজিটাল শব্দের সম্পর্ক কি তা বুঝতো না। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগোপযুগী ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। তিনি অ্যাওয়ার্ড প্রাপ্তদের উৎসাহ দিয়ে বলেন, তরুণ উদ্যোক্তারা আপনারা একদিন বিলিনিয়র ব্যাবসায়ী হবেন। গুগল, ফেসবুকের চাইতেও বড় কোম্পানি জন্ম হবে আপনাদের হাত দিয়ে। সেদিন বেশি দূরে নয় যখন বাংলাদেশ বিশ্ব প্রযুক্তি বাজারকে নেতৃত্ব দিবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচারক আমিনুর ইসলাম, বেসিস সহ-সভাপতি রাসেল টি আহমেদ প্রমুখ।আরএম /এসকেডি/পিআর
Advertisement