রাজনীতি

হানিফকে ক্ষমা চাইতে হবে : বিএনপি

জাগৃতি প্রকাশনীর সত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের বাবা আবুল কাশেম ফজলুল হকের কাছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। সোমবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।হানিফের বক্তব্যের প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান রিপন বলেন, বক্তব্য দেয়ার পর হানিফ উপলদ্ধি করতে পেরেছিলেন, তার উপর জনগণ ঘৃণা প্রকাশ করছে। এ জন্য তিনি পরবতির্তে তার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু শুধু প্রত্যাহার করে নিলে হবে না, তার ওই বক্তব্যের জন্য তাকে আবুল কাশেম ফজলুল হকের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথার জনগণের মন প্রসমিত হবে না।শহীদ জিয়ার আদর্শে দীপন উজ্জীবিত ছিলেন মন্তব্য করে তিনি বলেন, দীপনের উপর হামলা কাপুরুষের মত হামলা। তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এসময় তিনি দীপন হত্যায় জড়িতদের খুনিদের চিহ্নিত করতে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান আসাদুজ্জামান রিপন।দেশের সকল প্রকার হত্যাকাণ্ড বন্ধে সর্বদলীয় বৈঠকে বসার জন্য সরকারকে আহ্বান জানান রিপন।গণজাগরণ মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়। আর বিএনপি কোনো ব্লেম গেমে বিশ্বাস করে না। তাই মঙ্গলবার গণজাগরণ মঞ্চের ঘোষিত অর্ধদিবস হরতালে বিএনপির সমর্থন ও বিরোধীতা কোনোটাই নেই বলেও জানান রিপন।সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, আব্দুল লতিফ জনি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।এমএম/একে/পিআর

Advertisement