দেশজুড়ে

বাউবি’তে চীন-বাংলাদেশ ডিসস্ট্যান্স ল্যাংগুয়েজ লার্নিং সেন্টার

চীনের বিখ্যাত ইউনান ওপেন ইউনির্ভাসিটি ও বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চীনা ভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টির জন্য ঢাকা আঞ্চলিক কেন্দ্রে স্টাডি সেন্টার চালু করা হয়েছে।ইউনান ওপেন ইউনির্ভাসিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর শী হুউজুন এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সোমবার বাউবি’র গাজীপুর মূল ক্যাম্পাসে আয়োজিত ফলক উম্মোচন অনুষ্ঠানে অংশ নেন।উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এ মাননান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য বলেন, চীন বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম দেশ। শিক্ষা, তথ্য প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতিতে চীন সমৃদ্ধশালী দেশ। উম্মুক্ত ও দূরশিক্ষার মাধ্যমে চীনা ভাষা শিক্ষা দেবার জন্য উ›মুক্ত বিশ্ববিদ্যালয় ইউনান ইউনির্ভাসিটির সহযোগিতা নিতে যাচ্ছে। আগামী সিমেস্টার থেকে চীনা ভাষা শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে থাকছেন ইউনানের একজন সিনিয়র শিক্ষক।অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট শী হুউজুন উ›মুক্ত বিশ্ববিদ্যালয়কে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু করার জন্য ধন্যবাদ জানান এবং এর স্টাডি সেন্টারের প্রযুক্তিগত সুবিধা সম্প্রসারণে কারিগরি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।এ উপলক্ষে ইউনান ইউনির্ভাসিটি উম্মুক্ত বিশ্ববিদ্যালয়কে ক্লাউড স্টাডি সেন্টার কার্যক্রমে প্রযুক্তি ভিত্তিক শিক্ষা উপকরণ উপহার দেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, যুগ্ম পরিচালক (প্রশিক্ষণ) ড. মহা. শফিকুল আলম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন ও পরিচালকগণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আমিনুল ইসলাম/এমএএস

Advertisement