বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ২২ জন শিক্ষার্থী লড়বে। আগামী ২৭ ও ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বর সকালে `খ` ইউনিট ও বিকালে `গ` ইউনিট এবং ২৮ নভেম্বর সকালে `ঘ` ইউনিট ও বিকালে `ক` ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা করা হয়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারটি ইউনিটে মোট আসন হচ্ছে ১৩০০। এর বিপরীতে ভর্তির জন্য আবেদন করেছে ২৭ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রার্থী হচ্ছে ২২ জন করে। ইউনিট অনুযায়ী ভর্তি প্রার্থী শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে- `ক` ইউনিটে ৫০৫ আসনের বিপরীতে সাত হাজার ৩২৩ জন। সে হিসেবে আসন প্রতি প্রার্থী হচ্ছে ১৪ দশমিক ৫ জন। `খ` ইউনিটে ৩২০ আসনের বিপরীতে প্রার্থী হচ্ছে পাঁচ হাজার ২৫৫ জন। প্রতি আসনের জন্য প্রার্থী ১৬ দশমিক ৪২ জন। `গ` ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রার্থী হচ্ছে ২৭ দশমিক ২৬ জন। এ ইউনিটের ২৪০ আসনের বিপরীতে ছয় হাজার ৫৪৩ জন ভর্তির জন্য আবেদন করেছেন। `ঘ` ইউনিটে ২৩৫ আসনের বিপরীতে ৮ হাজার ৪৪২ জন ভর্তির জন্য আবেদন করেছেন। এ বিভাগে প্রতি আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা হচ্ছে ৩৫ দশমিক ৯২ জন। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.barisaluniv.ac.bd, www.barisaluniv.edu.bd) থেকে জানা যাবে। সাইফ আমীন/এআরএ/পিআর
Advertisement