বিনোদন

সুস্থ থাকার ওষুধ গ্যাংনাম স্টাইল! (ভিডিও)

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি দিলেন এক চমকপ্রদ তথ্য। তারা জানিয়েছেন, জনপ্রিয় নাচ গ্যাংনাম স্টাইলের নাচের তালে নাকি মানুষের শারীরিক ও মানসিক কষ্ট কমে যাবে। হাস্যকর শোনালেও অক্সফোর্ডের ওই গবেষক দল নিজেদের গবেষণার সকল নথিপত্র এবং প্রমাণাদি সম্প্রতি অন্তর্জালে প্রকাশ করেছেন। ২০১২ সালে চীনের এক নৃত্যশিল্পীর আবিস্কৃত এই বিখ্যাত ড্যান্স মুভের মাধ্যম নাকি মানবদেহের সুখ উত্তেজনা সৃষ্টিকারক হরমোন নির্গত হয় যা মানুষের মনকে প্রফুল্ল করে তোলে! ব্রাজিলের প্রায় ৩০০ কিশোর-কিশোরীর উপর গবেষণা চালিয়ে তারা এই তথ্য পান বলে জানিয়েছেন। উল্লেখ্য, গবেষক দলের প্রধান ব্রাউন টার জানান, সুস্থ থাকার জন্য সকলের গ্যাংনাম স্টাইলে নাচ প্র্যাকটিস করা উচিত। এতে দেহ ও মন উভয়ই সুস্থ থাকে। দেখুন গ্যাংনাম স্টাইলের ভিডিওটি :আরএএইচ/এলএ/পিআর

Advertisement