খেলাধুলা

বাফুফে নির্বাচন : লড়াই হচ্ছে সব পদেই

দুপুরের দিকে হঠাৎ গুঞ্জন উঠেছিল, সভাপতি পদে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন বাদল রায়। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করেও দেখা পাওয়া গেলো না বর্তমান কমিটির এই সহ-সভাপতিকে। ফলে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ও শেষ হয়ে গেলো এবং শেষ পর্যন্ত বাফুফে নির্বাচনের সব পদেই প্রতিদ্বন্দ্বীতা টিকে রইলো।

Advertisement

আজ (শনিবার) ছিল বাফুফে নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিকাল ৫টা পর্যন্ত ছিল প্রত্যাহারের সময়। এর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন দু’জন। দু’জনই সদস্য পদে। উত্তর বারিধারা ক্লাবে মোহাম্মদ জাকির হোসেন এবং আজমপুর ফুটবল ক্লাবের সাইদুর রহমান মানিক।

দু’জন মনোনয়নপত্র প্রত্যাহার করায় বাফুফে নির্বাচনে এখন মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে। এর মধ্যে সভাপতি পদে প্রার্থী হলেন তিনজন। ১জন সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী হলেন ২ জন, ৪ সহ-সভাপতি পদে প্রার্থী হলেন ৮ জন। এছাড়া ১৫টি সদস্য পদে প্রার্থী হলেন ৩৪জন। রোববার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ হবে ৩ অক্টোবর।

সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রার্থী থাকলেন দু’জনই। বর্তমান কমিটির সহ-সভাপতি বাদল রায় এবং সাবেক ফুটবলার ও কোচ সফিকুল ইসলাম মানিক। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন দুই সাবেক ফুটবলার সালাম মুর্শেদী এবং শেখ মোহাম্মদ আসলাম।

Advertisement

আরআই/আইএইচএস/জেআইএম