বিনোদন

সুশান্তের মৃত্যু মামলায় ফেঁসে যাচ্ছেন যেসব তারকা

সুশান্ত মামলায় নতুন মোড় এনে মাদককাণ্ডে গ্রেফতার হয়েছেন ভারতের বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তিনি সুশান্তের সর্বশেষ প্রেমিকা ছিলেন। তার বিরুদ্ধে মাদক সরবরাহ ও লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ধারণা করা হচ্ছে কমপক্ষে তার ১০ বছরের কারাবাস হতে পারে।

Advertisement

গত রোববার (৬ সেপ্টেম্বর) থেকে রিয়াকে জেরা শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। রবি, সোম পর পর দু’দিন জেরার পর মঙ্গলবারও ডাকা হয়েছিল রিয়াকে। সেখানে কিছুক্ষণ জেরার পর দুপুরে রিয়াকে গ্রেফতার করে এনসিবি।

এদিকে রিয়ার দেয়া জবানবন্দী অনুযায়ী বলিউডের অনেক তারকা ফেঁসে গেছেন বলে জানা গেছে। তার বিস্ফোরক স্বীকারোক্তি থেকে বলিউডের অন্তত ২৫ জন তারকার নামের তালিকা প্রস্তুত করেছে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি), এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম।

দ্রুতই এই তারকাদের নাম প্রকাশ করা হবে এবং সবার নামেই সমন জারি করা হবে। ডাকা হবে জেরার জন্য।

Advertisement

কারা আছেন সেই ২৫ জনের তালিকায়? সে নিয়ে মুখ খুলছে না এনসিবি। তবে ভারতীয় সংবাদমাধ্যম নানা সূত্রে জানিয়েছে সেখানে সাইফ আলী খানের কন্যা সারা আলী খানের নাম। আরও আছেন রাকুল প্রীত সিং, ডিজাইনার সিমোন খামবাট্টা, সুশান্তের বন্ধু ও সাবেক ম্যানেজার রোহিনি আয়ার এবং চিত্রনির্মাতা মুকেশ ছাবরা।

রিয়া চক্রবর্তী স্বীকারোক্তি দিয়েছেন, এই পাঁচ তারকা বলিউডের পার্টিতে মাদকদ্রব্য গ্রহণ করেছিলেন। রিয়ার দাবি, বলিউডের ৮০ শতাংশ তারকাই মাদক গ্রহণ করে থাকেন। জানা যাচ্ছে, অন্তত ১৫ জন বলিউড তারকা এখন এনসিবির পর্যবেক্ষণে রয়েছেন, আর এরা সকলেই বি-ক্যাটাগরির অভিনেতা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক সংশ্লিষ্টতা উঠে আসার পর থেকেই একে একে হাটে হাঁড়ি ভাঙছে এনসিবি। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মুস্বাই ও গোয়ার অন্তত সাতটি অবস্থানে অভিযান চালিয়েছে এনসিবি। এদিনেই সুশান্তের মামলা বিষয়ে পরবর্তী কার্যক্রম নির্ধারণের জন্য উচ্চস্তরের একটি সভা বসবে এনসিবি মুম্বাই অফিসে।

এলএ/জেআইএম

Advertisement