স্বাস্থ্য

হাসিমুখে রোগীর সেবা করুন : বিএসএমএমইউ উপাচার্য

হাসিমুুখে ও যত্নবান হয়ে রোগীর সেবা করতে নার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সোমবার দুপুরে বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে অত্র বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের ওয়ার্ডসমূহের সিস্টার ইনচার্জদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এ আহ্বান জানান।  উপাচার্য বলেন, বুকের মাঝে কষ্ট থাকলেও হাসিমুখেই রোগীদের সেবা দিতে হবে। রোগীদের সেবায় আরো যত্নবান হতে হবে। রোগীদের বিছানা পরিষ্কার আছে কি-না কিংবা তাদের কোনো অসুবিধা হচ্ছে কি-না সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন,  উপাচার্য থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, দারোয়ান, ক্লিনার, কর্মচারী সবাই-ই ভাগ্যবান। কারণ সবারই মানুষের সেবা করা সুযোগ রয়েছে। অধ্যাপক ডা. কামরুল হাসান খান আরও বলেন, রোগীদের সেবা দিয়ে সুস্থ করে তোলার মতো আনন্দ ও সন্তুষ্টি যে কতটা তা বলে প্রকাশ করা যায় না। তাই শুধু দাবি, চাওয়া, না পাওয়া, অভাব ও কষ্টের কথা না ভেবে, অসুস্থ মানুষকে সেবা দেয়াটা সুন্দর, পরম শান্তি ও সন্তুষ্টি মনে করে সামর্থ্যরে সবটুকু দিয়েই হাসিমুখে রোগীর সেবায় আরো যত্নবান হতে হবে।  এসময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া, চিফ অ্যাস্টেট অফিসার ডা. একেএম শরীফুল ইসলাম প্রমুখ।   এমইউ/একে/পিআর

Advertisement