অর্থনীতি

৭ জুলাই থেকে আসছে নতুন নোট

ঈদ উপলক্ষে দুই টাকা, পাঁচ টাকা, ১০ টাকা ও ২০ টাকার নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৭ জুলাই থেকে ঢাকাসহ দেশের বাণিজ্যিক ব্যাংকের ৪৭টি শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার বলেন, ঈদের আনন্দ বাড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারো বাজারে নতুন টাকা ছাড়া হবে। এবারের ঈদে ২২ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হবে। এর মধ্যে প্রায় ১৯ হাজার কোটি টাকার নতুন এবং পুনঃপ্রচলন তিন হাজার কোটি টাকা।অসীম কুমার বলেন, গ্রাহকের চাহিদা সঠিকভাবে পূরণের জন্য তারা সিকিউরিটিজ প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিমিটেডের (এসপিসিবিএল) সঙ্গে গত ২৪ জুন এই চুক্তি স্বাক্ষর করেছেন। এছাড়া প্রতিষ্ঠানটি ১০ হাজার ৩৬৬ কোটি টাকার নতুন নোট ছাপাবে। মতিঝিল অফিসে মজুদ আছে ৯ হাজার কোটি টাকা। বাকিটা পুনঃপ্রচলন নোট।ঢাকা শহরে বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। শাখাগুলো হলো, পূবালী ব্যাংক লিমিটেড-সদরঘাট শাখা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড-যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংক লিমিটেড-নিউ মার্কেট শাখা, অগ্রণী ব্যাংক লিমিটেড-এলিফ্যান্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-বনানী শাখা, প্রাইম ব্যাংক লিমিটেড-মালিবাগ শাখা, সাউথইস্ট ব্যাংক লিমিটেড-কাওরান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-বসুন্ধরা সিটি মার্কেট শাখা, উত্তরা ব্যাংক লিমিটেড-চকবাজার শাখা, সোনালী ব্যাংক লিমিটেড-রমনা শাখা, ওয়ান ব্যাংক লিমিটেড- বাসাবো শাখা, প্রাইম ব্যাংক লিমিটেড-মিরপুর শাখা, আইএফআইসি ব্যাংক লিমিটেড-গুলশান শাখা, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড-এসএমই এন্ড এগ্রিকালচার শাখা (দক্ষিণ খান), ব্যাংক এশিয়া লিমিটেড-ধানমন্ডি শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-শ্যামলী শাখা, ঢাকা ব্যাংক লিমিটেড-উত্তরা শাখা, ফাস্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড-মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংক লিমিটেড-আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, রূপালী ব্যাংক লিমিটেড-মহাখালী শাখা।এছাড়া ময়মনসিংহ ব্যতিত বাংলাদেশ ব্যাংকের সব শাখায় নতুন নোট বিনিময় করতে পারবে গ্রাহকরা। এসব কাউন্টারের মাধ্যমে প্রতিদিন ব্যাংকে (সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত) আগত প্রত্যেক গ্রাহক দুই টাকা, পাঁচ টাকা, ১০ টাকা ও ২০ টাকা মূল্যমানের নতুন নোট বিনিময় করতে পারবেন।

Advertisement