নাশকতা মামলার চার্জশিটভূক্ত আসামি হওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তার মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।এ বিষয়ে সোমবার বিকেল ৫টায় সিটি কর্পোরেশনে পাঠানো এক ফ্যাক্স বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।স্থানীয় মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা থানার নাশকতা মামলায় মেয়রের বিরুদ্ধে চার্জশিট আদালতে গৃহীত হওয়ায় রাষ্ট্রপতির নির্দেশে তাকে বরখাস্ত করা হয়েছে। তবে মেয়র মনিরুজ্জামান মনি সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে মেয়র মনিরুজ্জামান মনি ৬১ হাজার ভোটের ব্যবধানে খুলনা মহানগর আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেককে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।আলমগীর/এমএএস/পিআর
Advertisement