দেশজুড়ে

একরাতে ৫৩টি ইঁদুর মারলেন তিনি

পাবনার চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের তরুণ কৃষক আলমগীর হোসেন ওরফে আলম একরাতে ৫৩টি ইঁদুর মেরেছেন। রোববার রাতে বাঁশের তৈরি এক ধরনের দেশীয় পদ্ধতির ফাঁদ দিয়ে তিনি এ সকল ইঁদুর মারতে সক্ষম হন। কৃষক আলম বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।কৃষক আলম জাগো নিউজকে জানান, বেশ কিছুদিন ধরে ইঁদুরের উৎপাতে খুবই অতিষ্ঠ ছিলাম। ইঁদুর ঘরের ফসল থেকে শুরু করে সবজি, জামাকাপড় সব কেটে সাবাড় করছিল। রাতে ঘুমানো কষ্টকর হয়ে উঠে। ইঁদুর মারার বিষ দিয়েও তাদের হাত থেকে রক্ষা মেলেনি। তাই বাধ্য হয়ে বাঁশ দিয়ে দেশীয় পদ্ধতিতে এক ধরনের ফাঁদ তৈরি করি।তিনি আরও বলেন, ফাঁদের সঙ্গে সাইকেলের টিউব লাগানো হয়। ফাঁদের মধ্যে ভাত দিয়ে রাতে সেগুলো ঘরে রেখে দিলে ইঁদুর সেই ফাঁদে ঢুকে ভাত খেতে গেলেই মারা পড়ে। এ রকম দু’টি ফাঁদ দিয়ে রোববার রাতে একে একে ৫৩টি ইঁদুর মারতে সক্ষম হই। এতোগুলো ইঁদুর মারার পর কিছুটা ইঁদুরের উৎপাত কমেছে।একে জামান/এসএস

Advertisement