করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন পাবনার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল কাদের।
Advertisement
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী।
মৃত উপজেলা চেয়ারম্যান শিবপুর গ্রামের মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে বেড়া উপজেলাসহ পাবনার সর্বত্র শোকের ছায়া নেমেছে।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজু। পাবনার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ১০ হাজার ৩৬৯ জন মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত এক হাজার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় এ পর্যন্ত মারা গেছেন নয়জন।
Advertisement
এএম/পিআর