জাতীয়

অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা পরাস্ত হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, খুন ও হত্যাকাণ্ড ঘটিয়ে যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তারা অবশ্যই পরাস্ত হবে। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুদ্ধস্বর প্রকাশনীতে হামলার ঘটনায় আহতদের দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।তিনি বলেন, আমরা ভয়কে জয় করে এগিয়ে যাচ্ছি। বাঙালি জাতি সবসময় ভয়কে জয় করেই এগিয়ে গেছে। সত্য ও ন্যায়ের পথে আমরা সব সময় থাকবো।স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি আহতদের দেখে আসলাম। আহতদের অবস্থার উন্নতি হচ্ছে। তবে তারেকের অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। কারণ তার আঘাত আরও গুরুতর। চিকিৎসকমণ্ডলী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। আমি ঢামেক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।তিনি বলেন, আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আহতদের চিকিৎসায় তারা অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তারা চিকিৎসকমণ্ডলীর সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আহতদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা আশা করছি আহতরা দ্রুত সুস্থ হয়ে তাদের স্বজনদের কাছে ফিরে যাবেন।নাসিম বলেন, আমাদের পবিত্র ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম। ইসলাম কোনোভাবে এভাবে বিচারবহির্ভূতভাবে মানুষকে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। যারা এসব করছে তারা বিপথগামী শুধু নয়, ধর্মান্ধ, তারা জঙ্গি হিসেবে এভাবে হত্যাকাণ্ড করছে। মানুষ কোনোভাবে তাদের সমর্থন করেনা।তিনি আরো বলেন, এভাবে যারা দেশে পরিস্থিতি অস্থির করে তুলতে চায় তারা পরাস্ত হবে। আইন-শৃঙ্খলা বাহিনী এই ধরনের নির্দয়ভাবে হত্যাকারীদের গ্রেফতার করবে। অতীতের মতো যেকোনো হত্যাকারী ও পৃষ্ঠপোষকভাবে যেভাবে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে এদেরও বিচার করা হবে। আপনারা দোয়া করবেন। আমরা যেন পৃষ্ঠপোষকদের ধরতে পারি।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরূপ মন্তব্য সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, তিনি যে মন্তব্য করেছেন সেজন্য দুঃখপ্রকাশ করেছেন। সে সম্পর্কে আমার আর কোনো মন্তব্য নেই।জেইউ/এসএইচএস/পিআর

Advertisement