দেশজুড়ে

হাতিয়ায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা লাগিয়ে দিয়েছে সন্ত্রাসীরা

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নে সন্ত্রাসীদের হুমকিতে বন্ধ হওয়া ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে গত ১৫দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। সন্ত্রাসীদের বিভিন্ন ধরনের হুমকির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরাও যেতে ভয় পাচ্ছেন। ফলে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীর লেখাপড়ায় চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরেজমিনে জানা গেছে, নোয়াখালীর হাতিয়া উপজেলার পশ্চিমাংশে হরণী ইউনিয়ন এবং হরণী ইউনিয়ন সংলগ্ন লক্ষীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন। দুই জেলার সীমান্তবর্তী দুটি ইউনিয়নের ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে প্রায় সময় দুই ইউনিয়নের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। বেশ কয়েকজন জলদস্যু ও বনদস্যুরা এসব এলাকায় বসবাসরত নীরিহ মানুষের হামলা করে ব্যাপক লুটপাটসহ নানা অপকর্ম করে আসছে। সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে। প্রশাসন ও বারবার বিষয়টি নিয়ে বসে এক পর্যায়ে সীমানা পিলার দিয়ে দেয়। কিন্তু গত ১৭ অক্টোবর হরণী ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম করার সময় সংশ্লিষ্টরা এলাকায় গেলে রামগতির চরগাজী থেকে কয়েকশত সন্ত্রাসী বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। পরবর্তীতে সন্ত্রাসীরা হরণী ইউনিয়নের সাব উদ্দিন সমাজ, ফরেস্ট সেন্টার, মোল্লাগ্রাম, মীরপুর, টাংকি বাজার, মীর আদর্শ গ্রাম, চরদরবেশ, দশদাগ আদর্শ গ্রাম, মোহাম্মদপুর উত্তর পশ্চিম গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে বিদ্যালয় থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। গত ১৫দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও ওই বিদ্যালয়গুলোতে তালা খুলে দেয়নি সন্ত্রাসীরা। বিভিন্ন ধরনের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে শত শত শিক্ষক-শিক্ষার্থী। হাতিয়া উপজেলা শিক্ষক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন জাগো নিউজকে জানান, আর কয়েকদিন পর শিক্ষার্থীদের পরীক্ষা আরম্ভ হবে। এমতাবস্থায় বিদ্যালয়গুলো বন্ধ থাকলে তাদের পাঠদানে চরম অসুবিধা হবে। তিনি দ্রুত বিদ্যালয়গুলো খুলে দেয়ার দাবি জানান। এদিকে বন্ধ করে দেয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত সময়ে খুলে দেয়ার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় সচেতন মহল। এ ব্যাপারে নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস জাগো নিউজ জানান, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত সময়ের মধ্যে খুলে দেয়ার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।এমএএস/পিআর

Advertisement