সাহিত্য

আবু আফজাল সালেহের পাঁচটি কবিতা

নীলনয়নায় পুনর্জন্ম

Advertisement

নীলনয়না ও পাপড়িমোড়া গোলাপ-অধরআমার মৃত্যুআমার শক্তিফিনিক্স পাখির মতো জেগে ওঠে।

আমার পুনর্জন্ম হয়তার কবোষ্ণ ঠোঁটে।

****

Advertisement

শরতের স্বপ্নঘোর

জোড়া শাদা-হাঁস নদীচরের কাছাকাছি;উপরে গাঙচিলের ওড়াউড়িকাশবনের শাদা-পেলব ঢেউচকচকে নীল আকাশ, শুভ্র মেঘমিষ্টি বাতাসে তার দুধেল পিঠেকালো মেঘ খেলা করে।

শরতের এই ভোরেহারিয়ে যাচ্ছি আনমনে, স্বপ্নঘোরে।

****

Advertisement

ভালোবাসা পাঠিয়ে দিলাম

ভালোবাসা পাঠিয়ে দিলামকাশবনের ঢেউয়ে, ঝিলামের ধারায়স্বচ্ছ নীল আকাশের মেঘের ভেলায়।তুই, পেয়েছিস কী?

না পেলে, আবার পাঠিয়ে দিচ্ছি।

****

ভালোবাসার চাদর

গ্রীষ্মের এক বিকেলে ইনানী বিচেরপ্রায় কোলাহল মুক্ত নির্জনঘেরারবালুকায় সমুদ্রের গর্জনঢেউয়ের ডাক নুড়ি কিশোরীআকাশপারের জোড়া গাঙচিল-নীলিমা-বিধ্বস্ত নীল নোনাজল।

সুগন্ধির কালো চুল মুখের উপরআমার আঙুল কালো মেঘের ভেতর।

****

যৌবনের শক্তি নেই বৃদ্ধের

এক আয়েশি বৃদ্ধের সোনায় মোড়া জীবনসঙ্গে দুঃখের ঘড়িরবেজে-ওঠা টিং টিং টিংটিং টিং টিং...

এখন নাকি এমন বেয়াড়াপনা ঘড়িররহস্যের টিং টিং টিংভাঙা-দেওয়ালের মতো পারদ নামছেবৃদ্ধের এখন।বৃদ্ধ বুঝতে পারছে সহ্য করতেই হবেএসব এবারযৌবনের চালাকির শক্তি নেই তার আর!

এসইউ/এএ/পিআর