রাজনীতি

আবারো সতর্ক থাকতে বললেন আশরাফ

ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ৭৫ সালের ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বিশ্বাসঘাতকেরাই নৃশংসতা চালিয়েছিল। যার ধারাবাহিকতা এখনো বিরাজমান।সোমবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে যে কারণে হত্যা করা হয়েছিল। একই কারণে জেলহত্যা চালানো হয়েছে।তিনি আরো বলেন, খুনিরা ভেবেছিল জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে। কিন্তু খুনিদের সেই স্বপ্ন বাস্তাবায়ন হয়নি।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়নি। তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। তাদের সেই ষড়যন্ত্র এখনো থেমে নেই বলেও মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সমাবেশে সরকার তথা আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।এএসএস/এমএম/একে/পিআর

Advertisement