প্রবাস

স্লোভেনিয়াতে একদিনে করোনা আক্রান্তের নতুন রেকর্ড

গত ২৪ ঘণ্টায় স্লোভেনিয়াতে আরও ৭৯ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা বিবেচনায় এখন পর্যন্ত যেটি সর্বোচ্চ। এর আগে গত ২৭ মার্চ স্লোভেনিয়াতে একদিনে সর্বোচ্চ ৭০ জনের আক্রান্ত হয়েছিলেন। এরপর এতবেশি মানুষ একদিনে আক্রান্ত হননি।

Advertisement

এখন পর্যন্ত স্লোভেনিয়াতে এ ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৩১২ জন। প্রাণ হারিয়েছেন ১৩৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২ হাজার ৫৮৭ জন।

ধীরে ধীরে মধ্য ইউরোপের এ দেশটিতে করোনা পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। মূলত লকডাউন পরবর্তী সময়ে প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সীমান্ত সংযোগ পুনরায় চালুর পর বলকান রাষ্ট্র বিশেষত সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, মেসিডোনিয়াসহ এ সকল দেশের থেকে মানুষের যাতায়াত বৃদ্ধির কারণে স্লোভেনিয়াতে পুনরায় করোনাভাইরাসে আক্ৰান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে গ্রীষ্মকালীন ছুটিতে অনেকে দেশটির বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে জড়ো হচ্ছেন। এছাড়াও স্লোভেনিয়ার জনসাধারণের একটা বড় অংশ গ্রীষ্মকালীন ছুটিতে প্রতিবেশি দেশ ক্রোয়েশিয়ার সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে যাতায়াত করেন। এতেই দেশটিতে ধীরে ধীরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

পাশাপাশি করোনা প্রতিরোধে বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো স্লোভেনিয়াও নিজস্ব ফর্মুলায় ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা চালিয়ে আসছে। ইতোমধ্যে ভ্যাকসিন উদ্ভাবনে স্লোভেনিয়া অনেক দূর এগিয়েছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব কেমিস্ট্রি থেকে উদ্ভাবিত এ ভ্যাকসিন ইতোমধ্যে ইঁদুরের ওপর প্রয়োগ করেছে এবং ইঁদুরের শরীরে এ ভ্যাকসিনের প্রভাবে কোভিড-১৯ এর প্রতিরোধ করতে পারে এরকম কার্যকরী অ্যান্টিবডির প্রমাণ পাওয়া গেছে। খুব শিগগিরই স্লোভেনিয়া উদ্ভাবিত এ ভ্যাকসিনটি মানুষের শরীরে পরীক্ষার জন্য উন্মুক্ত করা হবে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Advertisement

এফআর