খেলাধুলা

ডোমিঙ্গো-কুকের করোনা নেগেটিভ, গিবসন-মিঠুন স্যাম্পল দিলেন আজ

১৭ ক্রিকেটার আর আর ৭ সাপোর্টিং স্টাফ মিলে ২৪ জন। এর মধ্যে করোনা পজিটিভ কেবল মাত্র দুজনের; টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান এবং ট্রেনার নিক নেইল।

Advertisement

তাই যত কথা তাদের নিয়েই। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত ক্রিকেট অনুরাগীদের সব আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন সাইফ ও নিক নেইল।

১৭ ক্রিকেটারের মধ্যে মাত্র একজন আর ৭ সাপোর্টিং স্টাফের মধ্যে একজন কোভিড-১৯ পজিটিভ, তার মানে ১৬ ক্রিকেটার ও ৬ সাপোর্টিং স্টাফ নেগেটিভ তথা করোনামুক্ত। এই কথাটি কিন্তু প্রায় ভুলেই গেছেন সবাই।

বাকিরা যে করোনার থাবা মুক্ত হয়ে আজ বুধবার থেকে অনুশীলনে ফিরেছেন- এটাই শেষ খবর। আজ করোনামুক্ত ১৬ জনের সবাই মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন করেছেন।

Advertisement

সেটাই শেষ কথা নয়। আরও দুটি খবর আছে। ওই করোনা নেগেটিভ ৬ সাপোর্টিং স্টাফের মধ্যে কিন্তু মাত্র তিনদিন আগে রাজধানীতে আসা হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর ফিল্ডিং কোচ রায়ান কুকও ছিলেন। সেটা হয়তো অনেকেই আমলে আনেননি।

কিন্তু ভেতরের খবর হলো গত রোববার রাতে রাজধানীতে আসা হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর তার স্বদেশী রায়ান কুকেরও করোনা টেস্ট হয়েছে এবং তারাও ছিলেন করোনামুক্ত ওই ৬ সাপোর্টিং স্টাফের মধ্যে। দুই প্রোটিয়াই সম্পূর্ণ নিরপদ। তথা করোনা মুক্ত।

আজ বুধবার বিকেলে সে খবর জানিয়ে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘আমরা ১৭ ক্রিকেটারের সাথে যে ৭ সাপোর্টিং স্টাফের করোনা টেস্ট করিয়েছিলাম, তাতে ঢাকায় থাকা জাতীয় দলের সব কোচিং স্টাফও ছিলেন। ট্রেনার নেইল ছাড়া বাকিরা সবাই করোনামুক্ত।’

দেবাশীষ চৌধুরী আরও একটি তথা দিয়েছেন, ‘তাহলো- আজ নতুন করে আরও দুজনার করোনা টেস্ট করানো হয়েছে। তার একজন হলেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন আর অন্যজন হলেন পেস বোলিং কোচ ওটিস গিবসন।’

Advertisement

দেবাশীষ চৌধুরী জানালেন, ‘ওটিস গিবসন যেহেতু গতকাল মঙ্গলবারই দীর্ঘ বিমান ভ্রমণের পর ঢাকায় পা রেখেছেন, তাই তার টেস্ট কাল করানো হয়নি। আর মিঠুনও আগের দিন করোনার নমুনা দেননি। আজ বুধবার তারও স্যাম্পল নেয়া হয়েছে। এই দুজনার রিপোর্টও কাল বৃহস্পতিবার বিকেলের দিকে পাওয়া যেতে পারে।’

এআরবি/আইএইচএস/এমএস