বিনোদন

বনানীর সামরিক কবরস্থানে সমাহিত হবেন কে এস ফিরোজ

নন্দিত অভিনেতা কে এস ফিরোজ আর নেই। আজ বুধবার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহ..... রাজিউন।

Advertisement

করোনায় আক্রান্ত ছিলেন কে এস ফিরোজ। করোনার বিষয়টি মাথায় রেখে সামাজিক দূরত্ব মেনেই চলছে তার দাফন প্রক্রিয়া।

কে এস ফিরোজের মেয়ে নাদিয়া ফিরোজ জানান, বনানী সামরিক কবরাস্থানে কে এস ফিরোজের জানাজা হবে আজ বুধবার বাদ জোহর। এরপর সেখানেই সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্থানে তাকে দাফন করা হবে।

তার পারিবারিক নাম মেজর (অব.) খন্দকার শহীদ উদ্দিন ফিরোজ। দর্শকের কাছে তিনি কে এস ফিরোজ নামেই পরিচিত। দাফনের আগে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবে কে এস ফিরোজকে সর্বশেষ শ্রদ্ধা নিবেদন করবে সশস্ত্র বাহিনী।

Advertisement

নাদিয়া ফিরোজ আরও জানান, তার বাবা গেল কয়েকদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন। সম্প্রতি তিনি নিউমোনিয়ার ইঞ্জেকশন নিতে আইসিডিডিআরবিতে যান। সেখান থেকে ফিরেই জ্বরে আক্রান্ত হন। পরে একটি হাসপাতালে তিনি ভর্তিও হন। সেখানে পরীক্ষার পর জানা যায় কে এস ফিরোজ করোনায় আক্রান্ত।

করোনা নিয়ে তাকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিমএইচে ভর্তি করা হয়। সেখানে ভর্তি হয়েই লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। শেষ রক্ষা হয়নি। আজ সকালে পৃথিবী ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান কে এস ফিরোজ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর৷ চলতি বছরের ৭ জুলাই তিনি জীবনের ৭৫ বছর পার করেছিলেন।

এদিকে এই অভিনেতার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন শোবিজের নানা অঙ্গনের মানুষ।

Advertisement

এলএ/জেআইএম