হজ ও ওমরাহ হজ এজেন্সির জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
Advertisement
মন্ত্রণালয়ের সহকারী সচিব এসএম মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সকল হজ ও ওমরাহ হজ এজেন্সির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লক্ষ্য করা যাচ্ছে বেশকিছু এজেন্সি তাদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে চালান ফরমে কোন মেয়াদে নবায়নের অর্থ জমা প্রদান করা হয়েছে তা উল্লেখ করা হচ্ছে না। ফলে লাইসেন্স নবায়নের সময় জটিলতার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এজেন্সির প্যাডে হজ ও ওমরাহ লাইসেন্স নম্বর, এজেন্সির কার্যালয়ের ঠিকানা, স্বত্বাধিকারীর নাম ও পদবি উল্লেখ থাকা প্রয়োজন।
এমতাবস্থায় সকল এজেন্সিকে মন্ত্রণালয়ে আবেদন দাখিল করার পূর্বে উল্লেখিত নির্দেশনা প্রতিপালন করে আবেদনপত্র দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এমইউ/এসআর/জেআইএম
Advertisement