জাতীয়

করোনায় মৃত্যুর শীর্ষে ঢাকা

রাজধানীসহ সারাদেশে আজ (৮ সেপ্টেম্বর) পর্যন্ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে চার হাজার ৫৫২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ তিন হাজার ৫৫৩ (৭৮ দশমিক ০৫ শতাংশ) এবং নারী ৯৯৯ জন (২১ দশমিক ৯৫ শতাংশ)।

Advertisement

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, করোনায় মোট মৃত্যুবরণকারীদের সর্বোচ্চসংখ্যক মৃত্যু ঢাকা বিভাগে দুই হাজার ২০০ (৪৮ দশমিক ৩৩ শতাংশ) এবং সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে মাত্র ৯৭ জন (২ দশমিক ১৩ শতাংশ)।

অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৯৭২ জন (২১ দশমিক ৩৫ শতাংশ), রাজশাহীতে ৩০১ (৬ দশমিক ৬১ শতাংশ), খুলনায় ৩৮৬ (৮ দশমিক ৪৮ শতাংশ), বরিশালে ১৭৭ (৩ দশমিক ৮৯ শতাংশ), সিলেটে ২০৬ (৪ দশমিক ৬৮ শতাংশ) এবং রংপুর বিভাগে ২১৩ জন (৪ দশমিক ৬৮ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় করোনায় মোট মৃত ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ছয়, রাজশাহীতে দুই, খুলনায় আট, সিলেটে এক, বরিশালে দুই এবং রংপুর বিভাগে একজন।

Advertisement

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৯ ও নারী ১৭ জন। ৩৫ জন হাসপাতালে ও বাড়িতে একজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৫৫২ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৫ হাজার ১৪২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৯৭৩টি নমুনা। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮৯২ জন।

ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২৯ হাজার ২৫১ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭টি।

এমইউ/এসআর/এমএস

Advertisement