আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক স্পিকার আবদুল হালিম মারা গেছেন

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক স্পিকার ও জ্যেষ্ঠ বাম নেতা হাসিম আবদুল হালিম (৮০) মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকাল ১০ টা ১০ মিনিট নাগাদ কলকাতার রয়েড স্ট্রীট নার্সিং হোমে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই বাধ্যর্কজনিত কারণে ভুগছিলেন তিনি।সোমবার সকালের দিকে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে তাকে পার্ক সার্কাসের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।১৯৭৭ সালে পশ্চিমবঙ্গে প্রথম বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে। সে বছরই সিপিএমের প্রার্থী হিসেবে উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে বিধানসভার সদস্য নির্বাচিত হন হালিম। এর পর তিনি ছয় বার বিধানসভা নির্বাচনে জিতেছেন। তবে শেষ পাঁচ বছর তিনি এন্টালির বিধায়ক ছিলেন। প্রথমবার বিধায়ক হয়েই আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে হালিম বিধানসভার স্পিকার নির্বাচিত হন। ২০১১ সাল পর্যন্ত টানা ২৯ বছর স্পিকারের দায়িত্ব পালন করেন। বিধানসভার সাবেক এ স্পিকারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, স্পিকার হালিমের কাছ থেকে অনেক কিছু শিখেছি। দুর্গাপুজার পর শুভেচ্ছা বিনিময়ও হয়। এছাড়া বর্তমান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকপ্রকাশ করেছেন। এসআইএস/এমএস

Advertisement