দেশজুড়ে

সুন্দরবনে পর্যটক প্রবেশের পাস উন্মুক্তের দাবি

করোনা পরিস্থিতিতে সুন্দরবনে পর্যটক প্রবেশের পাস এখনও বন্ধ রয়েছে। এ অবস্থায় সুন্দরবনে পর্যটক প্রবেশের পাস উন্মুক্ত করে দেয়ার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের সামনে সুন্দরবন সুরক্ষা কমিটি ও ম্যানগ্রোভ ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন করেন বোট মালিক ও পর্যটন সংশ্লিষ্টরা।

সুন্দরবন সুরক্ষা কমিটির আহ্বায়ক গাজী সালাহউদ্দিন বাপ্পীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সুন্দরবন সুরক্ষা কমিটির সদস্য সচিব আহসানুর রহমান রাজিব, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু, সোনার বাংলা গ্রুপের পরিচালক নাজমুল সাহাদত পলাশ, সাংবাদিক আব্দুল হালিম, সাংবাদিক হুদা মালী, আনিচুর রহমান ও ফজলুল হক।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানের পর্যটন এলাকাগুলো করোনা পরিস্থিতিতে খুলে দেয়া হলেও সুন্দরবনে প্রবেশের পাস উন্মুক্ত করা হয়নি। ফলে সুন্দরবনের পর্যটন এলাকাগুলো মুখথুবড়ে পড়েছে। সুন্দরবনকে ঘিরে পেশাজীবী মানুষগুলো রয়েছেন দুর্দিনে। আমরা সুন্দরবনে প্রবেশ পাস উন্মুক্ত করার জোর দাবি জানাই।

Advertisement

সুন্দরবন সাতক্ষীরা অঞ্চলের রেঞ্জ কর্মকর্তা আবুল হাসান বলেন, করোনা পরিস্থিতিতে ২৮ মার্চ থেকে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় মন্ত্রিপরিষদ। সেই থেকে এখনও সুন্দরবনে পর্যটকদের প্রবেশ বন্ধ রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। সিদ্ধান্ত এলে সুন্দরবনে পর্যটক প্রবেশের পাস উন্মুক্ত করে দেয়া হবে।

আকরামুল ইসলাম/এএম/এমএস