ক্যাম্পাস

ভিপি নুরের ৬৩ আইডি-পেজ!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরের নামে ফেসবুকে ৬৩টি আইডি ও পেজ রয়েছে। এর মধ্যে ব্যক্তিগত অ্যাকাউন্ট (আইডি) ৩১টি এবং পেজ ৩২টি।

Advertisement

সম্প্রতি ডয়েচে ভেলের এক অনুষ্ঠানের ভিডিও সম্পাদনা করে বিতর্কিত সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিও কনটেন্ট লাগিয়ে দেয়। ভিডিওটি ইউটিউবে ভাইরাল হয়। সে ভুয়া ভিডিওটি শেয়ার করেন ‘ভিপি নুরুল হক নুর’ নামে একটি পেজ থেকে।

তারপর ফেসবুকে নুরুল হক নুর নামে খুঁজলে তার ছবি সংবলিত ৩১টি আইডি, বাংলা নামে ১৯টি পেজ এবং ইংরেজিতে ১৩টিসহ মোট ৬৩টি আইডি ও পেজ পাওয়া যায়। তবে ভিপি নুরুল হক নুরের দাবি, ফেসবুকে তার দুটি ছাড়া আর কোনো পেজ নেই। যদিও এই দুটির বাইরে তার নামে একটি ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে।

এ বিষয়ে নুর বলেন, ফেসবুকে আমার কোনো আইডি নেই। শুধুমাত্র দুটি পেজ আছে। দুটি পেজ একটি আরেকটির বিকল্প হিসেবে রাখা হয়েছে। এছাড়া আমার আর কোনো আইডি বা পেজ নেই।

Advertisement

বাকি আইডি ও পেজ কে চালায় তা সম্পর্কে ভিপি নুর বলেন, কয়েকদিন আগে আমার নামে ভুয়া একটি পেজ থেকে ভিডিও শেয়ার দেওয়া হয়। এতে আমি চরমভাবে বিব্রত হয়। এর আগেও আমার নামে বিভিন্ন আইডি খুলে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়ার পর আমি এসব আইডি নষ্ট করে দেওয়ার জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু সেখান থেকে কোনো সুরহা পায়নি।

ভেরিফাইড আইডির মালিকানা অস্বীকার করে তিনি বলেন, আমার আগে একটি আইডি ছিল। সেটি কে বা কারা হ্যাক করে নেয়। ওই আইডির সঙ্গে পেজ সংযুক্ত ছিল। হ্যাকাররা ওই পেজ পরবর্তীতে ভেরিফাইড করে নেয়।

এমআরএম

Advertisement