রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা সাত হাজার ৮৬৬ জন। তাদের মধ্যে চিকিৎসক দুই হাজার ৭২২ জন, নার্স এক হাজার ৯৪৩ জন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী তিন হাজার ২০১ জন।
Advertisement
সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় এ পর্যন্ত ৮২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, সারাদেশে আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রয়েছেন ঢাকায়। ঢাকায় এ পর্যন্ত ৮০৮ জন চিকিৎসক, ৭৭৮ জন নার্স এবং ৪৪১ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
Advertisement
করোনায় চিকিৎসকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএমএ নেতৃবৃন্দ।
বাংলাদেশে করোনা পরিস্থিতি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৭ জন। হাসপাতালে ৩১ জন ও বাড়িতে ৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৫১৬ জনে।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪৮৮টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়।
Advertisement
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ২০২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২৭ হাজার ৩৫৯ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৪ হাজার ৭২০ জনে।
এমইউ/বিএ/এমকেএইচ