জাতীয়

২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সুস্থ ১৬৯২ জন, ময়মনসিংহে ৫

দেশের আটটি বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ২৯৮ জন রোগী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ৬০ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল দুই লাখ ২৪ হাজার ৫৭৩ জন।

Advertisement

আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ এক হাজার ৬৯২ জন রোগী সুস্থ হয়েছেন। সর্বনিম্ন সংখ্যক মাত্র পাঁচজন রোগী সুস্থ হয়েছেন ময়মনসিংহ বিভাগে। ময়মনসিংহের তুলনায় ঢাকা বিভাগে সুস্থ হয়ে ওঠা করোনা রোগী ৩৩৮ গুণের বেশি।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৩৮ জন, রংপুর বিভাগে ৩১৫ জন, খুলনা বিভাগে ৩২৪ জন, বরিশাল বিভাগে ১০২ জন, রাজশাহী বিভাগে ২৩০ জন ও সিলেট বিভাগে ১৯২ জন রয়েছেন।

Advertisement

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩৭ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৭ জন। হাসপাতালে ৩১ জন ও বাড়িতে ৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৫১৬ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪৮৮টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ২০২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২৭ হাজার ৩৫৯ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৪ হাজার ৭২০ জনে।

এমইউ/বিএ/এমএস

Advertisement