জাতীয়

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাচ্ছেন না কামারুজ্জামান

জামায়াত নেতা কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামী ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার বাবার সঙ্গে দেখা করার পর বলেছেন, আমার বাবার যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে আদর্শিক কারণে হবে।এ সময় তিনি ‘রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না’ উল্লেখ করে বলেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব কি করবো। তবে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।কামারুজ্জামানের সঙ্গে কেন্দ্রীয় কারাগারে দেখা করে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন। ওয়ামী তার বাবা সম্পর্কে বলেন, তিনি স্বাভাবিক আছেন। আমাদের বলেছেন যদি ফাঁসি দিয়ে দেওয়া হয়, তাহলে এটি তার বিরুদ্ধে জুলুম-নির্যাতন হবে।

Advertisement