বিনোদন

সুশান্তকে মাদক দেয়ায় গ্রেফতার হতে যাচ্ছেন তার প্রেমিকা!

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা এখন মাদক মামলায় রূপ নিয়েছে। সুশান্তের প্রেমিকা ছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তার ভাই শৌভিক চক্রবর্তী গ্রেফতার হয়েছেন মাদকচক্রে যুক্ত থাকার অভিযোগে। তিনি সুশান্তকে মাদক সরবরাহ করতেন বোনের কথামতো।

Advertisement

তাকে গ্রেফতারের পরে ক্ষোভ জানিয়ে শৌভিকের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী বলেছিলেন, ‘আমার ছেলেকে গ্রেফতার করার জন্য ভারতকে অভিনন্দন। আমি নিশ্চিত, এর পরেই আমার মেয়ের পালা...।’

একই ধারণা করছেন রিয়ার আইনজীবী মানেশিন্ডে। তিনি বলেন, ‘রিয়া চক্রবর্তী গ্রেফতারের জন্য প্রস্তুত হয়ে আছেন। যেন তেন প্রকারে কাউকে অপরাধী করে গ্রেফতারের চেষ্টা চলছে। যদি কাউকে ভালবাসা অপরাধ হয়ে থাকে, তার মাসুল উনি দেবেন।’

মানেশিন্ডের দাবি, রিয়া নির্দোষ। বিহার পুলিশ থেকে শুরু করে সিবিআই, ইডি কিংবা এনসিবি- এত তদন্তের মধ্যেও সেজন্য আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেননি তিনি। নির্দোষ যদি ফেঁসে যায় কারো চক্রান্তে তবে তার দায় রাষ্ট্রের।

Advertisement

এদিকে মাদক চক্রে যোগের অভিযোগ নিয়ে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল এনসিবি। প্রায় ছ’ঘণ্টা ধরে এনসিবি-র গোয়েন্দাদের প্রশ্নের মোকাবিলা করতে হয়েছে রিয়াকে। আগামিকাল ৮ সেপ্টেম্বর আবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ধারণা করা হচ্ছে জিজ্ঞাসাবাদ শেষে তিনি গ্রেফতার হতে পারেন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদক যোগের বিষয়টি রিয়ার হোয়াটসঅ্যাপ বার্তা থেকেই প্রথম সামনে আসে। ইডি-র তদন্তকারীদের বক্তব্য ছিল, রিয়ার মোবাইল থেকে মিরান্ডা সুসি নামে একজনের সঙ্গে মাদক কেনা নিয়ে কথাবার্তা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, রিয়ার মোবাইলে সেভ করা নাম মিরান্ডা সুসি আসলে সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা।

মাদক যোগে তাকে গ্রেফতার করেছে এনসিবি। রিয়ার ভাই শৌভিককে গ্রেফতারের পরে এনসিবি-র গোয়েন্দারা দাবি করেছেন, মাদক চক্রে তার সঙ্গে যোগ রয়েছে, এমন অনেকের নামই করেছেন অভিনেত্রীর ভাই। রিয়ার সঙ্গে মুখোমুখি বসিয়ে তাকে জেরা করার প্রয়োজন রয়েছে বলেও গত কাল গোয়েন্দারা জানিয়েছেন।

এই প্রেক্ষাপটে আজ ৬ সেপ্টেম্বর সকালেই এনসিবি রিয়াকে তাদের মুম্বইয়ের দফতরে তলব করে। বিকেলে মাস্ক পরিহিত রিয়া এনসিবি-র দফতরে পৌঁছলে সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ধাক্কাধাক্কির মধ্যেই পথ করে অভিনেত্রী পৌঁছন তদন্তকারীদের মুখোমুখি হতে। এনসিবি দফতরের বাইরে করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি এবং রিয়াকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। তপসী পান্নু, স্বরা ভাস্করের মতো বলিউডের অভিনেত্রীরা এ ব্যাপারে সরব হয়েছেন। এই ঘটনায় সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাও।

Advertisement

এলএ/এমকেএইচ