দেশজুড়ে

করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হাসান মির্জা (৬০) মারা গেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

Advertisement

আবু হাসান মির্জা মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। তার বাড়ি একই ইউনিয়নের ভাদাস গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল মিঞা শোভন বলেন, চারদিন আগে ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা শ্বাসকষ্ট নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় যান চিকিৎসার জন্য। পরে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান।

তাড়াশ উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল সেখ জানান, গত ৪ সেপ্টেম্বর চেয়ারম্যান আবু হাসান মির্জার করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর তিনি ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

Advertisement

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমকেএইচ