জাতীয়

আজ সংসদে যাবেন ৯৩ এমপি, মানতে হবে স্বাস্থ্যবিধি

কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হওয়া একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ৯৩ জন সংসদ সদস্য অংশ নিতে পারবেন। সংসদের অধিবেশন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এই তালিকা করা হয়েছে। করোনাকালের অধিবেশন হিসেবে আগের দুইটি অধিবেশনের মতো এবার অপেক্ষাকৃত তরুণ ও সুস্থ সংসদ সদস্যদের সংসদের যাওয়ার জন্য উৎসাহ দেয়া হয়েছে।

Advertisement

গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) অধিবেশন শুরুর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক পরে সংসদে যান। স্পিকারসহ উপস্থিত সংসদ সদস্যরাও মাস্ক পরেছিলেন। আর সবার জন্য নির্দিষ্ট দূরত্বে বসার ব্যবস্থা করা হয়েছিল।

এ বিষয়ে সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন বলেন, ‘করোনার কারণে সংসদে যাওয়ার জন্য এমপিদের তালিকা করা হয়। কিন্তু অন্যরা যে আসতে পারবেন না বিষয়টা তা নয়। স্বাস্থ্যবিধি ও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতেই এই ৯৩ জনকে সংসদে আসার জন্য বলা হয়েছে। আগামীকাল আবার অন্যরা সুযোগ পাবেন।’

জানা গেছে, করোনাকালের এই অধিবেশনের মেয়াদও সংক্ষিপ্ত হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) এটি শেষ হওয়ার কথা হয়েছে।

Advertisement

এর আগে সর্বশেষ ৯ জুলাই চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছিল। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ দিন। সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেয়ার সুযোগ নেই। সেই হিসাবে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন বসতে হবে।

এর আগে চলতি বছরে মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়েই সপ্তম ও অষ্টম অধিবেশন শেষ হয়েছে। এবারের অধিবেশনেও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মাথায় রেখেই আয়োজন চলছে। বাজেট অধিবেশনের আগে ১৮ এপ্রিল সপ্তম অধিবেশনের মেয়াদ ছিল মাত্র একদিন। ওই দিন মাত্র দেড় ঘণ্টায় অধিবেশন শেষ হয়, যা ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন।

এইচএস/এসআর/পিআর

Advertisement