জাতীয়

জাগো নিউজে সংবাদ : বাড়ি ফিরে পেল সেই ৩ পরিবার

চট্টগ্রামের আকবরশাহ থানাধীন কৈবল্যধাম আশ্রম গেট এলাকায় ভাড়া দিতে না পারায় বাসা থেকে বের করে দেয়া সেই তিন পরিবারকে বাসা ফিরিয়ে দিয়েছেন বাড়িওয়ালা।

Advertisement

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে ‘করোনায় বাকি বাড়িভাড়া, খোলা আকাশের নিচে গর্ভবতী নারীসহ তিন পরিবার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে বিকেলেই থানা পুলিশ ও সুশীল সমাজের মধ্যস্থতায় অসহায় ভাড়াটিয়ারা তাদের বাসায় প্রবেশ করেন।

প্রায় এক সপ্তাহ পর ভাড়া বাসায় প্রবেশ করতে পেরে জাগো নিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী মোহাম্মদ মুজাহিদ ও তার স্ত্রী।

তারা বলেন, ‘এমন মানবিক কাজের মাধ্যমে জাগো নিউজ পাঠকের মাঝে আরও জনপ্রিয় হয়ে উঠবে। বাড়বে সমাজের প্রতি দায়বদ্ধতাও।’

Advertisement

গত ১ সেপ্টেম্বর কৈবল্যধাম আশ্রম গেট এলাকায় মনির ভূঁইয়ার কলোনিতে বসবাস করা এ তিন পরিবার করোনা কারণে বাড়ি ভাড়া দিতে না পারায় এক কাপড়েই তাদের বাসা থেকে বের করে দিয়েছিলেন বাড়িওয়ালা। এতে দুই শিশু সন্তান ও এক গর্ভবতী নারীকে নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিল পরিবারগুলো।

আবু আজাদ/এএইচ/পিআর