আইন-আদালত

রাষ্ট্রদ্রোহ মামলা : চবি শিক্ষকের জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার (৬ সেপ্টেম্বর) এ বিষয়ে শুনানি নিয়ে আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি মো. নূরুজ্জামানের চেম্বার জজ আদালত।

Advertisement

আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত। শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু।

স্বাধীনতার ইতিহাস বিকৃতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের হয়।

আদালতে শুনানি প্রসঙ্গে অমিত দাসগুপ্ত বলেন, এ মামলায় হাইকোর্ট গত ২৪ আগস্ট ওই শিক্ষককে ছয় সপ্তাহের জামিন দিয়েছিলেন। সেই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে। সেটি আজ চেম্বারজজ আদালতে শুনানির সময় আগামী ১০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন।

Advertisement

চট্টগ্রামের পাঁচলাইশ থানায় গত ২৩ জুলাই আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। ২৫ জুলাই এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ২০১৮ সালে চবি শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলার আবেদন জানানো হয়েছিল।

রাষ্ট্রদ্রোহ মামলা রেকর্ডের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতির প্রয়োজন হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রেকর্ডের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর সেটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হয়।

২০১৮ সালে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে চবির সমাজতত্ত্ব বিভাগের তৎকালীন সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান তানভীর বাদী হয়ে সিএমএম আদালতে দণ্ডবিধির ১২৩ (ক), ১২৪ (ক), ১৭৭, ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় মামলার আবেদন জমা দেন।

আদালত মামলার আরজি গ্রহণ করে সরকারের অনুমতি সাপেক্ষে এজাহার গ্রহণের জন্য পাঁচলাইশ থানার ওসিকে নির্দেশ দেন।

Advertisement

এফএইচ/এমএআর/এমকেএইচ