জাতীয়

২৪ ঘণ্টায় মৃত্যু নেই ময়মনসিংহ বিভাগে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ ও সাতজন নারী। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল চার হাজার ৪৭৯ জনে।

Advertisement

তবে গত ২৪ ঘণ্টায় করোনায় দেশের আট বিভাগের মধ্যে ময়মনসিংহে কোনো রোগী মারা যায়নি। করোনায় মৃত ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭, চট্টগ্রামে চার, রাজশাহীতে দুই, খুলনায় চার, বরিশালে এক, সিলেটে তিন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১১ হাজার ২২৪ নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৩৫৪ নমুনা পরীক্ষা করা হয়।

Advertisement

একই সময়ে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৫৯২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২৫ হাজার ১৫৭ জনে। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২৯ হাজার ৩১২ জনে।

এমইউ/এএইচ/এমকেএইচ