তুরস্কের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় পেয়েছে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি-একেপি। দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানায়, একে পার্টি পেয়েছে ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট এবং প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপলস পার্টি- সিএইচপি পেয়েছে ২৫ দশমিক ৪ শতাংশ ভোট।এ অনুযায়ী পার্লামেন্টের মোট পাঁচশ` ৫০টি আসনের মধ্যে তিনশ` ১৬টি আসন পেতে যাচ্ছে একেপি। এছাড়া ১০ দশমিক ৬ শতাংশ ভোট পাওয়ায় কুর্দিপন্থী দল এইচডিপি ও ১১ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি- এমএইচপি আঙ্কারার পার্লামেন্টে আসন পেতে যাচ্ছে।প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাজনৈতিক দল একেপি গত ৭ জুন অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।এরদোয়ানের কাঙ্ক্ষিত `প্রেসিডেন্ট শাসিত` রাষ্ট্রব্যবস্থা চালু করতে একে পার্টির ২৭৬ আসন প্রয়োজন হলেও তারা পায় ২৫৮ আসন। তখন একটি জোট সরকার গড়তেও ব্যর্থ হয় তারা। এ ধরনের ঘটনা গত ১৩ বছরে এই প্রথম। জেডএইচ/এমএস
Advertisement