জাতীয়

একদিনে করোনায় মৃত ৭১ শতাংশই ষাটোর্ধ্ব

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে মোট ৩৫ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ১০ জন। বয়স বিবেচনায় একদিনে করোনায় মৃতের ৭১ শতাংশের (২৫ জন) বয়স ষাটোর্ধ্ব।

Advertisement

অন্যান্য বয়সীদের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সী (৫ জন) ১৪ দশমিক ২৮ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সী (দুইজন) ৫ দশমিক ৭১ শতাংশ এবং ৩১ থেকে ৪০বছর বয়সী (তিনজন) ৮ দশমিক ৫৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে প্রায় ৫০ শতাংশ (৪৯ দশমিক ৮৩ শতাংশ) ষাটোর্ধ্ব প্রবীণ। আর সবচেয়ে কম ১০ বছরের নিচে মাত্র ১৯ জন অর্থাৎ শূন্য দশমিক ৪৩ শতাংশ রোগীর মৃত্যু হয়।

মোট মৃতের পরিসংখ্যানে বয়স বিশ্লেষণে দেখা গেছে, ১১ থেকে ২০ বছর বয়সী ৩৭ জন (শূন্য দশমিক ৮৩ শতাংশ), ২১ থেকে ৩০ বছর বয়সী ১০৫ জন (দুই দশমিক ৩৬ শতাংশ), ৩১ থেকে ৪০বছর বয়সী ২৭০ জন (ছয় দশমিক শূন্য ৭ শতাংশ), ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫৮৭ জন (১৩ দশমিক ২০ শতাংশ), ৫১ থেকে ৬০ বছর বয়সী ১ হাজার ২১৩ জন (২৭ দশমিক ২৮ শতাংশ) রয়েছেন।

Advertisement

এমইউ/এমআরএম/এমকেএইচ